আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও-এ ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর আজ কেন্দ্রীয় সরকার দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে। প্রথম বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে ইন্দাস জলচুক্তি স্থগিত করাও রয়েছে।

CCS-এর পর ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স (CCPA) একটি পৃথক বৈঠকে বসে, যেখানে বিরোধী দলগুলোর বিশেষ সংসদ অধিবেশনের দাবি নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী মোদী শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে CCS এবং CCPA-র সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।

সরকারি সূত্রে জানা গেছে, CCS-কে জানানো হয়েছে এই হামলার সঙ্গে সীমান্তপারের জঙ্গি সংগঠন জড়িত। কাশ্মীরের নির্বাচন এবং উন্নয়নের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরিই ছিল হামলাকারীদের লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এই হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন।

তবে অনেক পর্যটক, হামলার পরও কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা বাতিল করেননি। গুজরাটের কেভাল পটেল বলেন, “হামলার খবর শুনে আমরা দুশ্চিন্তায় পড়েছিলাম, কিন্তু এখন পাহেলগাঁও এসে সবকিছু নিরাপদ মনে হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, “ভারতের সংকল্প হল সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা।” তিনি সশস্ত্র বাহিনীর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।